রয়টার্স জানায়, বুধবার (২২ এপ্রিল) একটি নির্বাহী আদেশে সই করে গ্রিনকার্ড দেওয়ার কার্যক্রম স্থগিত করবেন ট্রাম্প।
অস্থায়ীভাবে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন, তাদের জন্য এ আদেশ কার্যকর নয়।
ট্রাম্প বলেন, ‘অভিবাসন স্থগিত থাকলে দেশ সচল হওয়ার পর বেকার মার্কিন নাগরিকরা কর্মসংস্থানে অগ্রাধিকার পাবেন। ’
হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘যদি ভাইরাসের কারণে চাকরি হারানো মার্কিন নাগরিকদের স্থলে অন্য দেশ থেকে আসা নতুন অভিবাসী কর্মীরা চাকরি পান, তাহলে সেটি ভুল এবং অন্যায় হবে। আমাদের প্রথমে মার্কিন কর্মীদের খেয়াল রাখতে হবে। ’
ট্রাম্প জানান, ওই আদেশে কিছু ছাড় থাকবে এবং প্রয়োজনে সেটির মেয়াদ আরও ৬০ দিন বা তারও বেশি সময় পর্যন্ত বাড়তে পারে।
তবে যারা এ করোনা ভাইরাস মহামারিতে জরুরি কাজে নিয়োজিত রয়েছেন যেমন খামারকর্মী বা যুক্তরাষ্ট্রে খাদ্যের যোগান নিশ্চিতে কর্মরতরা এ আদেশ থেকে ছাড় পেতে পারেন।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি ফের সচল হলে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রশাসন নিশ্চিত করতে চায় যেন নিয়োগকর্তারা কম মজুরিতে কাজ করতে ইচ্ছুক অভিবাসী কর্মীদের বদলে চাকরি হারানো কর্মীদেরই আবার নিয়োগ দেন।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এফএম