ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: ৭৪ হাজার কারাবন্দির মুক্তি দিচ্ছে নাইজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
করোনা: ৭৪ হাজার কারাবন্দির মুক্তি দিচ্ছে নাইজেরিয়া

করোনা ভাইরাস থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রায় ৭৪ হাজার কারাবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানায় আল জাজিরা।

‘অতিরিক্ত জনসমাগম কারাবন্দি ও সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি’ মন্তব্য করে বুহারি দেশটির প্রথান বিচারপতি ইব্রাহিম তাঙ্কো মুহাম্মদকে ছয় বছর বা তার বেশি সময় ধরে বিচারের অপেক্ষায় আছেন এমন বন্দিদের মুক্তির নির্দেশ দেন।

দেশটির অধিকাংশ কারাগার তার ধারণক্ষমতার অনেক বেশি আসামিকে কারাবন্দি করে রেখেছে। মোট কারাবন্দির ৪২ শতাংশ বা ৭৪ হাজার ছয় বছর বা তার বেশি সময় ধরে বিচারের অপেক্ষায়। করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় যা ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে।  

এ ঘোষণার আওতায় প্রবীণ কারাবন্দি ও যারা কারাগারে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন তারাও থাকবেন বলে জানান বুহারি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ পদক্ষেপ নিল আফ্রিকার দেশটি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।