রয়টার্স জানায়, বুধবার (২২ এপ্রিল) তেলের দাম দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ১৬ ডলারে, যা ১৯৯৯ সালের পর সর্বনিম্ন।
সৌদি আরব ও রাশিয়া নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস ঐকমত্যে পৌঁছাতে না পারায় গত মাসে তেল উৎপাদন কমানো সম্ভব হয়নি।
ব্রেন্ট ক্রুডের দাম ২৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ১৫ দশমিক ৯৮ ডলার হয়েছে, যা ১৯৯৯ সালের জুন মাসের পর সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ১১ দশমিক ৪২ ডলার হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, তেলের অভূতপূর্ব এ দরপতন অব্যাহত থাকবে। কারণ উৎপাদন যে পরিমাণ কমানোর সিদ্ধান্ত হয়েছে, তা চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই সঙ্গে তেল সংরক্ষণের সক্ষমতাও অপর্যাপ্ত।
এ পরিস্থিতিতে তেল উৎপাদনকারীরা আরও পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সৌদি আরব জানায়, পরিস্থিতি সামলাতে তারা অন্য উৎপাদনকারীদের সঙ্গে আলোচনা করে নতুন ব্যবস্থা নিতে প্রস্তুত যদিও ওপেক প্লাসের পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক জুন মাসের আগে হবে না।
আরও পড়ুন>> ইতিহাসে প্রথম যুক্তরাষ্ট্রে তেলের দাম ঋণাত্মক
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এফএম