করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য এরইমধ্যে ২ কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, স্বাস্থ্য দপ্তর করোনার ওষুধ তৈরি করতে সব রকম প্রয়াস চালাচ্ছে।
মঙ্গলবার ব্রিটেনে করোনা ভাইরাসের সংক্রমণে ৮২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সেখানে মারা গেছেন ১৭,৩৩৭ জন।
সারা বিশ্বে ২৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশই ইউরোপ ও আমেরিকার বাসিন্দা। এ পর্যন্ত বিশ্বে এ ভাইরাসের হানায় প্রাণ গেছে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষের।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
নিউজ ডেস্ক