ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে দোষারোপ গ্রহণযোগ্য নয়: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে দোষারোপ গ্রহণযোগ্য নয়: রাশিয়া ক্রেমলিন। ছবি: সংগৃহীত

নতুন করোনা ভাইরাসের ধরন নিয়ে এখন পর্যাপ্ত তথ্য নেই বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের কাছে। এ পরিস্থিতিতে ভাইরাসটির কৃত্রিম উৎপত্তি নিয়ে ভিত্তিহীন দোষারোপ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রশাসনিক কেন্দ্রবিন্দু ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

বুধবার (২২ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উহানের ল্যাব থেকে এ করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে কিনা সেটি অনুসন্ধান করছে মার্কিন সরকার।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনের উহানে অবস্থিত সরকার পরিচালিত একটি গবেষণাগারে কৃত্রিমভাবে নতুন করোনা ভাইরাসটি তৈরি করা হয়েছে।

তবে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্যসংস্থা জানায়, নতুন করোনা ভাইরাসটি গত বছর চীনে প্রাণীর মাধ্যমে ছড়িয়েছে এবং এটি কোনো গবেষণাগারে তৈরি করা হয়নি।

তবে প্রথমদিকে ভাইরাস ছড়ানোর বিষয়টি গোপন করে চীন। তাই চীনের দেওয়া তথ্য নিয়ে সন্দিহান অধিকাংশ দেশ। বিষয়টির সঠিক তদন্তও দাবি করছে তারা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।