বুধবার (২২ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উহানের ল্যাব থেকে এ করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে কিনা সেটি অনুসন্ধান করছে মার্কিন সরকার।
তবে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্যসংস্থা জানায়, নতুন করোনা ভাইরাসটি গত বছর চীনে প্রাণীর মাধ্যমে ছড়িয়েছে এবং এটি কোনো গবেষণাগারে তৈরি করা হয়নি।
তবে প্রথমদিকে ভাইরাস ছড়ানোর বিষয়টি গোপন করে চীন। তাই চীনের দেওয়া তথ্য নিয়ে সন্দিহান অধিকাংশ দেশ। বিষয়টির সঠিক তদন্তও দাবি করছে তারা।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এফএম