ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিত: মমতা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিত: মমতা 

করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে ভারতজুড়ে যে লকডাউন চলছে, তা ধাপে ধাপে তুলে নেওয়া উচিত বলে মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউন আরও বাড়ানো উচিত কি না, এ বিষয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার কথা বলবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই মমতা তার মত জানালেন।

 

বৃহস্পতিবার একটি টেলিভিশনকে তিনি বলেন, তৃণমূল‌ নেত্রী ও সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি,  লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিত। ৪ মে থেকে পরবর্তী দু'সপ্তাহের মধ্যে এই লকডাউন তুলে নেওয়া উচিত।  

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি এ কথাই বলবেন বলে জানান মমতা।  

তবে লকডাউন তোলা হলেও দেশের ভেতরে ও বিদেশে উড়োজাহাজ চলাচল ও দূরপাল্লার ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখার পক্ষে কথা বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।