স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টায় মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স এ তথ্য জানায়।
শুক্রবার (২২ এপ্রিল) জনস হপকিন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ৩ হাজার ৩৩২ মৃত্যুর মধ্য দিয়ে সরকারি হিসেবে যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৬৩ জনে।
খবরে বলা হয়, দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ৪৬ লাখেরও বেশি মানুষের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৮ লাখ ৭০ হাজার মানুষের। সেরে উঠেছেন প্রায় ৮৬ হাজার। শনাক্তদের মধ্যে ১৫ হাজারের অবস্থা গুরুতর।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, সরকারি হিসেবে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় ১ লাখ ৯১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ২৭ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে সেরে উঠেছেন প্রায় সাড়ে ৭ লাখ।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এইচজে