ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: গত ১ মাসে ১ দিনে সর্বনিম্ন মৃত্যু ইতালিতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
করোনা: গত ১ মাসে ১ দিনে সর্বনিম্ন মৃত্যু ইতালিতে

করোনা মহামারি শুরুর পর গত এক মাসের মধ্যে শুক্রবার (২৫ এপ্রিল) সর্বনিম্ন মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি।

গত ২৪ ঘণ্টায় ইউরোপের এ দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২০ জন। গত ১৯ মার্চের পর এক দিনে এটাই সর্বনিম্ন সংখ্যক মৃত্যু।

যদিও ৪২০ সংখ্যার বিচারে কম নয়।

শুক্রবার (২৫ এপ্রিল) ইতালির সিভিল প্রটেকশন এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

ইতালিতে এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৯৬৯ জনে। মোট আক্রান্ত ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন। আরো আশার খবর পরপর পাঁচদিন নতুন আক্রান্তের সংখ্যাও কমছে।

শুক্রবার ইতালির মিডিয়াগুলো রিপোর্ট করেছে, আগামী চার সপ্তাহ লকডাউন কিছুটা শিথিল থাকবে।

স্পেন-ফ্রান্সেও মৃত্যু-আক্রন্ত কমের দিকে।  

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ১ লাখ ৯৫ হাজারের বেশি, আক্রান্ত ছাড়িয়েছে ২৮ লাখ।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।