শুক্রবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
নতুন নির্দেশনা অনুযায়ী, আবাসিক এলাকা ও মার্কেট কমপ্লেক্সের দোকান খোলা যাবে।
শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট আইনের আওতায় নিবন্ধিত আবাসিক কমপ্লেক্স ও মার্কেট কমপ্লেক্সের দোকান ৫০ শতাংশ কর্মী দিয়ে চালু করা যাবে। তবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। তবে পৌরসভা অঞ্চলে অবস্থিত মার্কেট প্লেস, মাল্টি ব্র্যান্ড এবং সিঙ্গেল ব্র্যান্ড মলের দোকানগুলি আগামী ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে।
সবশেষ হিসাব অনুযায়ী ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪৫২ জন। মোট মৃত্যু ৭২৩। সুস্থ হয়েছেন প্রায় সাড়ে চার হাজার। মোট আক্রান্তের ২০ শতাংশ।
বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এএ