ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সীমিত পরিসরে দোকান খুলে দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
সীমিত পরিসরে দোকান খুলে দিল ভারত

লকডাউনের এক মাসের মাথায় সীমিত পরিসরে পাড়ার দোকান ও মার্কেট কমপ্লেক্স খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট আইনের আওতায় নিবন্ধিত দোকানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

শুক্রবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো।  

নতুন নির্দেশনা অনুযায়ী, আবাসিক এলাকা ও মার্কেট কমপ্লেক্সের দোকান খোলা যাবে।

তবে শপিংমলের দোকান ও করোনার হটস্পট এলাকা এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট আইনের আওতায় নিবন্ধিত আবাসিক কমপ্লেক্স ও মার্কেট কমপ্লেক্সের দোকান ৫০ শতাংশ কর্মী দিয়ে চালু করা যাবে। তবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। তবে পৌরসভা অঞ্চলে অবস্থিত মার্কেট প্লেস, মাল্টি ব্র্যান্ড এবং সিঙ্গেল ব্র্যান্ড মলের দোকানগুলি আগামী ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে।

সবশেষ হিসাব অনুযায়ী ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪৫২ জন। মোট মৃত্যু ৭২৩। সুস্থ হয়েছেন প্রায় সাড়ে চার হাজার। মোট আক্রান্তের ২০ শতাংশ।

বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।