ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: ২০ হাজার মৃত্যুর দ্বারপ্রান্তে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
করোনা: ২০ হাজার মৃত্যুর দ্বারপ্রান্তে ব্রিটেন

করোনায় মৃত্যুর সংখ্যায় খুব শিগগিরই ২০ হাজারের ভয়াবহ মাইলফলক অতিক্রম করতে চলেছে ব্রিটেন। 

স্থানীয় সময় শুক্রবারের (২৪ এপ্রিল) আগের ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে নতুন করে আরও ৬৮৪ জনের মৃত্যু হয়। তাতে করে সেখানে সরকারি হিসেবে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১৯ হাজার ৫০৬ জনে।

শনিবার (২৫ এপ্রিল) করোনায় নতুন প্রাণহানির সংখ্যা যোগ হলে এটি ২০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।  

শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও ফ্রান্স করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যায় ২০ হাজারের ঘর অতিক্রম করে।  

করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাওয়া সরকারের জন্য এক বিব্রতকর অবস্থা তৈরি করবে। এর আগে গত ১৭ এপ্রিল ব্রিটেন সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্স বলেন, করোনায় মৃত্যু ২০ হাজারের নিচে রাখতে পারা একটা ভালো ব্যাপার হবে, যেটাতে আমরা আশান্বিত হতে পারি।  

বিজ্ঞানীদের ধারণা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটেনে করোনায় মৃত্যুহার কমতে শুরু করবে। তবে ততোদিনে দেশটিতে এ ভাইরাসে মৃত্যু সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় তাই এখন দেখার বিষয়।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।