রোববার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা ভাইরাসের প্রায় ৬৮ শতাংশ সংক্রমণ হয়েছে ২৭ টি জেলায়।
ভারতের মোট কোভিড-১৯ রোগীর ১৩ দশমিক ৮ শতাংশ মহারাষ্ট্রের বাসিন্দা। মহারাষ্ট্রের মোট আক্রান্তের ৪৭ দশমিক ৬ শতাংশ মুম্বইয়ের বাসিন্দা।
রোগীর সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। এর প্রায় ৬২ শতাংশ আহমেদাবাদের বাসিন্দা।
ভারতের এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৮শ’ জন রোগী। সুস্থ হওয়ার হার ২১ দশমিক ০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশটিতে কঠোর লকডাউন চলছে। এরইমধ্যে সীমিত পরিসরে কিছু দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শপিংমল বন্ধ থাকবে।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এফএম