ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্বঘোষিত সরকার গঠনের ঘোষণা ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
স্বঘোষিত সরকার গঠনের ঘোষণা ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের

সৌদি জোটের চাপিয়ে দেওয়া যুদ্ধে নাকাল ইয়েমেন। এরমধ্যে শান্তি চুক্তি ভঙ্গ করে দেশটির বন্দরনগরী এডেন এবং দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে জরুরি অবস্থা জারির পর স্বঘোষিত সরকার গঠনের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। এতে দেখা দিয়েছে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা।

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানাচ্ছে, ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে করা শান্তি চুক্তি ভঙ্গ করে এসটিসি দেশটির দক্ষিণাঞ্চলে সরকার গঠনের ঘোষণা দিয়েছে।

বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি বলছে, তারা বন্দরনগরী এডেন এবং দক্ষিণাঞ্চলের প্রদেশগুলো শাসন করবে।

এসটিসিকে সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিয়ে থাকে।

এদিকে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকার এ পদক্ষেপ ‘ভয়ংকর এবং সর্বনাশা পরিণতি’ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আল হাদরামি এক বিবৃতিতে বলেন, বিচ্ছিন্নতাবাদীদের সরকার গঠনের ঘোষণার অর্থ হলো, তারা রিয়াদ চুক্তি প্রত্যাখ্যান করছে। একইসঙ্গে এটা ফের সশস্ত্র বিদ্রোহ শুরুর ঘোষণাও।

এর আগে দুপক্ষের মধ্যে হওয়া শান্তি চুক্তিকে জাতিসংঘ ইয়েমন যুদ্ধের সমাপ্তির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছিল।

২০১৫ সালে সৌদি জোট ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে। এরপর হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা দখলে নেয়। সৌদি জোটের অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরাত দেশটির দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন এসটিসিকে মদদ দিয়ে আসছে তখন থেকেই। গত বছরের আগস্টে সংগঠনটি প্রশাসনিক অব্যবস্থাপনার কথা বলে সরকারের সাময়িক রাজধানী বন্দরনগরী এডেনের দখল নেয়।

ইয়েমেন যুদ্ধকে দেখা হয় বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট মানবিক সংকট হিসেবে। এ যুদ্ধে এ পর্যন্ত প্রাণ গেছে লাখেরও বেশি মানুষের।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।