ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: গত এক মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যু স্পেনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
করোনা: গত এক মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যু স্পেনে ছবি: সংগৃহীত

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৮৮ জন মারা গেছেন, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যু।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় ২৮৮ জনের মৃত্যুসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৩ হাজার ১৯০ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৬৩৪।

এরইমধ্যে কঠোর লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে স্পেন। করোনা ভাইরাসের সংক্রমণ কম এমন অঞ্চলগুলোতে মে মাস থেকে বিধিনিষেধ কমিয়ে দেওয়া হবে বলে জানায় সরকার। বিধিনিষেধ শিথিলের শর্ত হলো: ওই অঞ্চলে প্রতি লাখ মানুষের মধ্যে দৈনিক দুইজনের বেশি সংক্রমিত হবে না বা মোট আইসিইউ বেডের অর্ধেকের বেশিতে কোভিড-১৯ রোগী ভর্তি থাকতে পারবে না।

গত সপ্তাহের শেষ থেকেই লকডাউন শিথিলের কিছু পদক্ষেপ নিয়েছে দেশটি। স্বল্প সময়ের জন্য শিশুদের বাইরে হাঁটার অনুমতি দেওয়া হয়েছে। নির্মাণ শ্রমিকদের কাজে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে বড়সড় বিধিনিষেধগুলো মে মাসের শেষদিকের আগে তুলে নেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।