ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাজে যোগ দিচ্ছেন করোনার হাত থেকে বেঁচে ফেরা বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
কাজে যোগ দিচ্ছেন করোনার হাত থেকে বেঁচে ফেরা বরিস জনসন

করোনা থেকে সেরে ওঠা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার (২৭ এপ্রিল) হতে পুনরায় কাজে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির সরকার। করোনা শনাক্ত হওয়ার ১ মাস পর তিনি দায়িত্বে ফিরছেন। 

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

বরিস জনসনের অনুপস্থিতিতে তার দায়িত্বে থাকা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব জানান, প্রধানমন্ত্রী বর্তমানে পুনরায় কাজে যোগ দিতে মুখিয়ে আছেন।

 

খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার বরিস জনসন প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে বসবেন। দিনের শুরুতেই করোনা নিয়ে নিয়মিত মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। এরপর বরিস জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। দিনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।  

চলতি মাসের ৫ তারিখ করোনা আক্রান্ত বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সেইন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৩ দিনসহ এক সপ্তাহকাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সে সময় যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারতো বলে সেরে ওঠার পর জানান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বরিস জনসন।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।