ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ লাখ ৪১ হাজার ৫১৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের। পাশাপাশি ভাইরাসটি এরই মধ্যে বিশ্বের ৮৫টি দেশ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য বিবরণীতে এ তথ্য পাওয়া যায়।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ৪১ হাজার ৫১৭ জন।

এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ৯ লাখ ৮৮ হাজার ৪৫১ জন। এছাড়া স্পেনে ২ লাখ ২৯ হাজার ৪২২ জন, ইতালিতে ১ লাখ ৯৯ হাজার ৪১৪ জন, ফ্রান্সে ১ লাখ ৬৫ হাজার ৯৬৩ জন, জার্মানিতে ১ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৫৮ হাজার ৩৪৮ জন ও তুরস্কে ১ লাখ ১২ হাজার ২৬১ জন আক্রান্ত রয়েছেন।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক সমীক্ষায় দেখা গেছে, চলতি বছরের ১০ জানুয়ারি চীনের উহান শহরে করোনা ভাইরাসে প্রথম ৪১ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছিলো। চার মাসেরও কম সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৮২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম। এছাড়া করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।