ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: আক্রান্তের সংখ্যায় চীন-ইরানকেও ছাড়িয়ে গেলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
করোনা: আক্রান্তের সংখ্যায় চীন-ইরানকেও ছাড়িয়ে গেলো রাশিয়া

দেখতে না দেখতেই করোনা আক্রান্তের সংখ্যায় চীন ও ইরানকেও ছাড়িয়ে গেলো রাশিয়া। বর্তমানে দেশটিতে ৯৩ হাজার ৫৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সেই তুলনায় মৃত্যু অনেক কম। 

পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, ইরানে এখন পর্যন্ত ৯২ হাজার ৫৮৪ জন ও চীনে ৮২ হাজার ৮৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ইরানে ৫ হাজার ৮৭৭ ও চীনে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

বিপরীতে রাশিয়ায় মৃত্যু হয়েছে মাত্র ৮৬৭ জনের।  

মঙ্গলবার (২৮ এপ্রিল) রুশ সরকার জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬ হাজার ৪১১ জনের করোনা শনাক্ত হয়েছে।  

দেশের অন্য অঞ্চলের তুলনায় রাশিয়ার রাজধানী মস্কোতে করোনার সংক্রমণ বেশি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়।  

এদিকে করোনা ইস্যুতে রুশ সরকারের তথ্যের যথার্থতা নিয়ে অনেকে চিকিৎসকই প্রশ্ন তুলছেন। কিছু কিছু সংবাদমাধ্যমে এমন খবরও আসছে যে, মজুরি কম দেওয়ায় ও যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকায় মস্কোসহ বিভিন্ন জায়গায় নার্সরা কাজে অব্যাহতি দিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।