ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩, আহত ১৫ হামলার স্থান পরিদর্শন করছেন আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্য

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছাকাছি এক আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সাংবাদিকদের জানান, কাবুল থেকে ১১ কিলোমিটার দূরে চাহার আসিয়াব জেলার রেশখোরে আত্মঘাতী হামলাকারী তার শরীরে জড়ানো বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।

হামলাকারী সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের পর আফগানিস্তানে চলমান শান্তি প্রক্রিয়ায় দেশটির সরকারের সঙ্গে বিরোধী সশস্ত্র সংগঠন তালেবানের আলোচনার টানাপোড়েনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

এর আগে ২৯ ফেব্রুয়ারি কাতারের দোহায় মার্কিন-তালেবান শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলে অন্য সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধ এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় দেশটির সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ১৪ মাসের মধ্যে মার্কিন ও ন্যাটোর অর্ন্তভুক্ত অন্য দেশের সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা শুরু হলেও উভয়পক্ষের বন্দি বিনিময় বিষয়ক জটিলতায় আলোচনা স্থবির হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।