অবস্থা বেগতিক দেখে যখন বিশ্বব্যাপী একের পর এক প্রতিষ্ঠান গণহারে কর্মী ছাঁটাই করছে, তখন বহুজাতিক ব্যাংক এইচএসবিসি মানবতার দারুণ এক নজির স্থাপন করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যয় সংকোচনের অংশ হিসেবে ৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। করোনা পরিস্থিতিতে ছাঁটাই হওয়া কর্মীরা অন্য কোথাও চাকরি জোগাড় করতে পারবে না, এ কারণেই ওই সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে বলে জানিয়েছে এইচএসবিসি কর্তৃপক্ষ।
এইচএসবিসির প্রধান নোয়েল কুইন বলেন, করোনার ফলে ব্যতিক্রমী এক পরিস্থিতির উদ্ভব হওয়ায় বিশাল অংকে কর্মী ছাঁটাই আপাতত স্থগিত করা হলো। যদিও মহামারির ফলে প্রতিষ্ঠানটির লাভ বর্তমানে ৫০ শতাংশ কমে গেছে।
খবরে বলা হয়, বিশ্বব্যাপী এইচবিসির ২ লাখ ৩৫ হাজার কর্মী রয়েছে। এর মধ্য থেকে আগামী ৩ বছরে তারা ৩৫ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এইচজে