ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: জাপানে জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
করোনা: জাপানে জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জাপানে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরো এক মাস বাড়তে যাচ্ছে। গত ৬ এপ্রিল থেকে জাপানে জরুরি অবস্থা চলছে। যা শেষ হচ্ছে আগামী ৬ মে। 

শুক্রবার (১ মে) জাপানি বিশেষজ্ঞদের এক বৈঠকে জরুরি অবস্থা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
 
বুধবার (২৯ এপ্রিল) জাপানি গণমাধ্যম নিক্কি এশিয়া প্যাসিফিকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


 
বুধবার জাপানি সংসদের উচ্চ কক্ষে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, আমরা খুশি হতাম, যদি ৬ মে বলতে পারতাম- এটা (জরুরি অবস্থা) শেষ।
 
নিক্কি’র প্রতিবেদন অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহ অথবা জুনের ৭ তারিখ পর‌্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়তে পারে। শুক্রবারের ওই বৈঠকে একই সঙ্গে পাবলিক পরিবহন, বাজারঘাট খুলে দেওয়ারও একটি সিদ্ধান্ত আসতে পারে।
 
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম হলেও জাপানেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এখন পর‌্যন্ত জাপানে ১৩ হাজার ৭৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ৩৯৪ জন।
 
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
ডিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।