ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন ভবনে আগুন, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন ভবনে আগুন, নিহত ৩৮

দক্ষিণ কোরিয়ার ইচিয়ন শহরে একটি নির্মাণাধীন ওয়ারহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৮ জনের মৃত্যুর প্রাথমিক খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। ধারণা করা হচ্ছে হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক।

বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়েছে, ভবনটির বেজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
 
অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইচিয়ন শহরে ওই ওয়ারহাউজে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। ৬টা ৪০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।
 
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চাং সিয়ে কিয়ুন।
 
বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
ডিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।