ছবি: সংগৃহীত
করোনা ভাইরাস মহামারিতে বিশ্বের সব দেশের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্যারিবীয় দেশগুলোও তার ব্যতিক্রম নয়। পর্যটনখাতের ওপর প্রবলভাবে নির্ভরশীল এ দেশগুলোর অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে এ দেশগুলোর অর্থনীতি ৬ দশমিক ২ শতাংশ সঙ্কুচিত হতে পারে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
করোনা ভাইরাস মহামারির কারণে এ শতাব্দীর সর্বোচ্চ মন্দার ঝুঁকিতে রয়েছে ক্যারিবীয় দেশগুলো।
সংক্রমণ রোধে লকডাউন থাকায় কমে গেছে উৎপাদন। ক্রমেই বাড়ছে বাজেট ঘাটতি। দেশগুলোর মোট দেশজ আয়ের ৫০ থেকে ৬০ শতাংশ আসে পর্যটনখাত থেকে। মহামারির কারণে কার্যত অচল হয়ে গেছে পর্যটনখাত, যার প্রভাব পড়েছে দেশগুলোর অর্থনৈতিক ব্যবস্থায়।
কয়েকটি ক্যারিবীয় দেশ পর্যটন খাতের ওপর ৯০ শতাংশ পর্যন্ত নির্ভরশীল।
সেই সঙ্গে কমছে রপ্তানির পরিমাণ। রপ্তানি পণ্যের দামও নিম্নমুখী। সামনের দিনগুলোতে রেমিট্যান্সের পরিমাণ ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে কমছে কর্মসংস্থান। বেকার হয়ে পড়েছেন লাখো মানুষ। এতে কিউবা, বাহামাস, বারবাডোস, গুয়ানা, হাইতি, গুয়েতেমালা, জামাইকা, সুরিনাম, বারমুডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোসহ অন্য ক্যারিবীয় দেশগুলোর অর্থনীতি অভূতপূর্ব বিপর্যয়ের সম্মুখীন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এফএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।