বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৭৩০ দশমিক ০২ মট্রিক টন সয়াবিন তেল, ৫২৩ মেট্রিক টন চিনি, ১০১ দশমিক ৮ মেট্রিক টন মশুর ডাল, ৩৮১ দশমিক ৭৫ মেট্রিক টন ছোলা, ৩৫ দশমিক ৬৩ মেট্রিক টন খেজুরসহ মোট ১,৭৭২ দশমিক ২ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রায় ২,০৩,৬০০ জন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। প্রায় ৩ হাজার ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
গত ১ এপ্রিল থেকে দেশব্যাপী টিসিবি উল্লিখিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে সাশ্রয়ীমূল্যে চিনি প্রতিকেজি ৫০ টাকা, মশুর ডাল প্রতিকেজি ৫০ টাকা, সয়াবিন তেল প্রতিলিটার ৮০ টাকা, ছোলা প্রতিকেজি ৬০ টাকা ও খেজুর প্রতিকেজি ১২০ টাকা দরে বিক্রি করছে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
জিসিজি/আরবি/