ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: স্পেনে কমছে দৈনিক মৃত্যু, গত ২৪ ঘণ্টায় ২৬৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
করোনা: স্পেনে কমছে দৈনিক মৃত্যু, গত ২৪ ঘণ্টায় ২৬৮ মাদ্রিদে অবস্থিত একটি চীনা সুপারমার্কেটে প্রবেশের আগে তাপমাত্রা মাপার দৃশ্য। ছবি: সংগৃহীত

স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৬৮ জন মারা গেছেন, যা গত ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে হয়েছে ২৪ হাজার ৫৪৩।

শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৪৩৫। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫১৮ জন। অর্থাৎ দৈনিক মৃত্যু ও নতুন রোগী শনাক্তের সংখ্যা উভয়ই কমছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।