জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১০ লাখ ১৪ হাজার ৭৫৩ জন। অর্থাৎ প্রতি তিনজনে একজন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
তবে আক্রান্ত হয়েছেন এমন অনেক মানুষকে করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনা যায়নি। পরিসংখ্যানে শুধু শনাক্ত রোগীরা স্থান পেয়েছেন। সেক্ষেত্রে সুস্থ মানুষের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভাইরাসটিতে আক্রান্ত হলে মৃত্যুর হার ইনফ্লুয়েঞ্জা থেকে বেশি এবং সার্স থেকে কম। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে মৃত্যুর হার ০ দশমিক ১ শতাংশ এবং সার্সের ক্ষেত্রে ৯ দশমিক ৫ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার ১ শতাংশের কাছাকাছি। তবে যেসব দেশে কেবল শক্তিশালী উপসর্গ বিশিষ্ট রোগীদের পরীক্ষা করা হচ্ছে, সাধারণত সেসব দেশে মৃত্যুর হার ১ শতাংশের বেশি।
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩২ লাখ ৫৬ হাজার ৮৪৬। তাদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৮৮ জন।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, মে ০১, ২০২০
এফএম