ওয়ার্ল্ড ও মিটারের সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেব মতে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক হাজার ৩১ জন। ফলে টানা চতুর্থ দিনের মতো দেশটিতে কমতির দিকে আছে মৃতের সংখ্যা।
অন্যদিকে টানা দুইদিন মৃতের সংখ্যা কমতে থাকলেও তৃতীয় দিনে এসে বেড়ে গেল যুক্তরাজ্যে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৩৯ জন। এর আগে ২৮ এপ্রিল দেশটিতে ৯০৯ জনের মৃত্যুর পরে টানা দুই দিন নিম্নমুখী ছিল মৃত্যুর সংখ্যা। ২৯ ও ৩০ এপ্রিল দেশটিতে মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ৭৯৫ এবং ৬৭৪ জন।
প্রায় একই অবস্থা ইতালি এবং স্পেনের ক্ষেত্রেও। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আগের দিনের থেকে কিছুটা বেড়েছে স্পেনে। এদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৮১ জনের। এর আগের দিন সেই সংখ্যা ছিল ২৬৮ জনের। তবে টানা কমতির দিকে আছে ইতালি।
২৮ এপ্রিল ইতালিতে মৃতের সংখ্যা ছিল ৩৮২ জন। এরপর ২৯ ও ৩০ এপ্রিল দেশটিতে মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ৩২৩ এবং ২৮৫ জন। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৬ জন কমে মৃত দাঁড়িয়েছে ২৬৯ জনে।
এনিয়ে এখন পর্যন্ত সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৭ হাজার ৪৬৯ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ৮৩ হাজার ৯৩২ জনে।
বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, মে ০২, ২০২০
এসএইচএস/জেআইএম