ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোর ২ শতাংশ অধিবাসী করোনা আক্রান্ত: মেয়র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ২, ২০২০
মস্কোর ২ শতাংশ অধিবাসী করোনা আক্রান্ত: মেয়র

রাশিয়ার রাজধানী মস্কোর প্রায় ২ শতাংশ, অর্থাৎ আড়াই লাখেরও বেশি অধিবাসী করোনা ভাইরাসে আক্রান্ত বলে মনে করা হচ্ছে। 

নমুনা পরীক্ষার বরাত দিয়ে মস্কোর মেয়র সেরগেই সোবায়ানিন এ কথা জানিয়েছেন। শনিবার (২ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

নিজের ব্লগে মেয়র আরও লেখেন, মস্কো এখনও করোনা সংক্রমণের সর্বোচ্চ পর্যায় অতিক্রম করেনি। ক্রমাগত এ ভাইরাসের ঝুঁকি ও হুমকি বেড়েই চলেছে।

সেরগেই সোবায়ানিন আরও জানান, গত কয়েক সপ্তাহ ধরে মস্কো উল্লেখযোগ্য হারে করোনার নমুনা পরীক্ষা বাড়িয়ে চলেছে। নাগরিকদের ঘরে থাকার নির্দেশ ও অন্যান্য বিধিনিষেধ আরোপের ফলে আমরা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে পেরেছি।   

একদিনে সর্বোচ্চ ৯৬২৩ জন শনাক্ত 

এদিকে করোনার বিপুল সংক্রমণ নিয়ে মস্কো মেয়রের সাবধান বাণীর পরপরই রাশিয়ায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে।

রুশ স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, ২৪ ঘণ্টার ব্যবধানে রাশিয়ায় এ যাবৎ সর্বোচ্চ ৯ হাজার ৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৪ জনের করোনা শনাক্ত হলো।     

এছাড়া সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে সেখানে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২২২ জনে। শনাক্তদের মধ্যে ১৫ হাজারের কিছু বেশি মানুষ এখন পর্যন্ত সেরে উঠেছেন।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ০২, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।