ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় মারা গেলেন ভারতীয় বিচারপতি অজয় কুমার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, মে ৩, ২০২০
করোনায় মারা গেলেন ভারতীয় বিচারপতি অজয় কুমার

ভারতেও করোনা ভাইরাসের থাবা আব্যাহত। দেশটিতে এবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন লোকপাল সদস্য ও ছত্তিশগড় রাজ্যের সাবেক প্রধান বিচারপতি অজয় কুমার ত্রিপাঠী। তার বয়স হয়েছিল ৬২।

শনিবার (০২ মে) স্থানীয় সময় দিবাগত রাত ৮টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে এআইআইএমএসের ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল তাকে।

সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে ছিলেন।

এপ্রিলের শুরুর দিকে করোনা আক্রান্ত হলে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউ অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিচারপতি অজয় কুমার ত্রিপাঠী ভারতের দুর্নীতিবিরোধী লোকপালের চার জুডিশিয়াল সদস্যের একজন ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ০৩, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।