জারি করা এ নির্দেশনা সোমবার (০৪ মে) থেকে কার্যকর হবে বলে রোববার (০৩ মে) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে স্পেনের গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ বলেছেন, সরকার মূলত গণপরিবহনের জায়গাগুলোতে বা স্টেশনগুলোতে ছয় মিলিয়ন মাস্ক বিতরণ করবে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষকে আরও সাত মিলিয়ন মাস্ক দেওয়া হবে।
টানা সাত সপ্তাহ পর প্রথমবারের মতো শনিবার (০২ মে) বাইরে বের হওয়ার সুযোগ পেয়েছে স্পেনের প্রাপ্তবয়স্করা। এছাড়া এক সপ্তাহ আগে ওই সুযোগ পেয়েছে দেশটির ১৪ বছরের কম বয়সী শিশুরা।
এদিকে, লকডাউন শিথিল করছে ইউরোপের অন্যান্য দেশগুলোও। অবশ্য তারাও বলছে, এ কার্যক্রম শিথিল হলেও শারীরিক দূরত্ব, দোকানে ভিড় না করা এবং মাস্ক পরার মতো নির্দেশনাগুলো যথাযথভাবে মানতে হবে।
বাংলাদেশ সময় ০৫৫৯ ঘণ্টা, মে ০৩, ২০২০
টিএ