ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: স্পেনে কমছে মৃত্যু, গত ২৪ ঘণ্টায় ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ৩, ২০২০
করোনা: স্পেনে কমছে মৃত্যু, গত ২৪ ঘণ্টায় ১৬৪ ছবি: সংগৃহীত

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা ১৮ মার্চের পর সর্বনিম্ন দৈনিক মৃত্যু।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (০৩ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৫ হাজার ২৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮৮৪। এখন পর্যন্ত শনাক্ত রোগী ২ লাখ ১৭ হাজার ৪৬৬ জন। অর্থাৎ দৈনিক আক্রান্ত ও মৃত্যু উভয়ই কমছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ০৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।