বিবিসি জানায়, সোমবার (০৪ মে) ইতালির রেস্তোরাঁগুলো খোলার অনুমতি পেয়েছে। তবে সেখানে বসে খাওয়া বা পান করা যাবে না।
লকডাউন শিথিল হওয়ায় প্রায় ৪০ লাখ মানুষ কাজে যোগ দিতে যাচ্ছেন। তবে লকডাউনে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকায় চলতি বছর ইতালির অর্থনীতি ৯ শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হতে পারে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানই ফের চালু না হওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশটির অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ১০ হাজার ৭১৭ এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৮৪ জনের। করোনা ভাইরাসের কারণে ইউরোপের সর্বাধিক এবং বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যু হয়েছে ইতালিতে।
আরও পড়ুন>> করোনা: লকডাউন শিথিলের পরিকল্পনা ইতালির প্রধানমন্ত্রীর
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ০৪, ২০২০
এফএম