সোমবার (০৪ মে) জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩৫ লাখ ৭ হাজার ২৬৫ এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৯১ জনের। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১১ লাখ ২৭ হাজার ৮৮৭ জন।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৫৮ হাজার ৪১ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৬৮২ জনের।
এরপরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১০ হাজার ৭১৭ এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৮৪ জনের।
শনাক্ত রোগীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে শনাক্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৪৬৬ জন এবং মারা গেছেন ২৫ হাজার ২৬৪ জন।
যুক্তরাজ্যে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৮৪২ জন এবং মারা গেছেন ২৮ হাজার ৫২০ জন।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হওয়া করোনা ভাইরাস মহামারিতে দেশটিতে শনাক্ত হয়েছেন ৮৩ হাজার ৯৬৪ জন রোগী এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৭ জনের।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মে ০৪, ২০২০
এফএম