মঙ্গলবার (০৫ মে) বাংলাদেশ সময় রাত ২টা নাগাদ ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩৬ লাখ ২৮ হাজার ৭৯১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৮৪ হাজার ১৯ জন।
এই মুহূর্তে শরীরে করোনা ভাইরাস বহন করছে অন্তত ২১ লাখ ৯৩ হাজার ৬৭৩ জন। এর মধ্যে এখন গুরুতর জটিলতা নিয়ে চিকিৎসাধীন আছে ৪৯ হাজার ৯০০ জন যা মোট সক্রিয় আক্রান্তের মাত্র ২ শতাংশ। আর মৃদু লক্ষণ নিয়ে কোয়ারেন্টিনে আছেন ২১ লাখ ৪৩ হাজার ৭৭৩ জন যা সক্রিয় আক্রান্তের প্রায় ৯৮ শতাংশ।
তবে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৬২ হাজার ৯১৯ জন এবং মৃত্যুর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৭১২ জন।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমকেআর