বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
মৃত অভিবাসী ৫৭ বছর বয়সী একজন পুরুষ।
এস্কোবার মেহিয়ার বোন রোজা জানায়, ১৯৮০ সালে এল সালভাদরের গৃহযুদ্ধ থেকে পালিয়ে তারা যুক্তরাষ্ট্রে আসেন। তাদের বোন মারিবেল আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। পরে তারা দুই বোনই দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পেলেও তাদের ভাই এস্কোবার মেহিয়া সেটি পাননি।
আরেকবোন মারিবেল এস্কোবার বলেন, ‘আমার ভাই অসাধারণ মানুষ ছিলেন। ’
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বন্দিশিবিরগুলোতে করোনা ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর খবর।
এদিকে ওটে মেসায় বর্তমানে প্রায় এক হাজার মানুষ আটক রয়েছেন। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে এবং পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন আটকরা। সেখানে এখন পর্যন্ত দুইশতাধিক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ০৭, ২০২০
এফএম