ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন বন্দিশিবিরে করোনা আক্রান্ত অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ৭, ২০২০
মার্কিন বন্দিশিবিরে করোনা আক্রান্ত অভিবাসীর মৃত্যু স্যান ডিয়েগোর ওটে মেসা বন্দিশিবির। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় বন্দিশিবিরে আটক এক অভিবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

মৃত অভিবাসী ৫৭ বছর বয়সী একজন পুরুষ।

পরিবার সূত্রে জানা গেছে, তার নাম কার্লোস এরনেস্তো এস্কোবার মেহিয়া। জানুয়ারি মাস থেকে স্যান ডিয়েগোর ওটে মেসা বন্দিশিবিরে আটক ছিলেন তিনি। তার দুই বোন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেও তিনি পাননি।

এস্কোবার মেহিয়ার বোন রোজা জানায়, ১৯৮০ সালে এল সালভাদরের গৃহযুদ্ধ থেকে পালিয়ে তারা যুক্তরাষ্ট্রে আসেন। তাদের বোন মারিবেল আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। পরে তারা দুই বোনই দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পেলেও তাদের ভাই এস্কোবার মেহিয়া সেটি পাননি।

আরেকবোন মারিবেল এস্কোবার বলেন, ‘আমার ভাই অসাধারণ মানুষ ছিলেন। ’

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বন্দিশিবিরগুলোতে করোনা ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর খবর।

এদিকে ওটে মেসায় বর্তমানে প্রায় এক হাজার মানুষ আটক রয়েছেন। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে এবং পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন আটকরা। সেখানে এখন পর্যন্ত দুইশতাধিক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ০৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।