ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিনশ’ বছরের মধ্যে বড় ধসের পথে ব্রিটেনের অর্থনীতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মে ৭, ২০২০
তিনশ’ বছরের মধ্যে বড় ধসের পথে ব্রিটেনের অর্থনীতি

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে ধস নামছে। অনেক দেশের এই ফল ভোগ করতে হবে। সেই ধারাবাহিকতায় নিজের দেশের অর্থনীতি সম্পর্কে কড়া হুঁশিয়ারি দিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড।

ব্রিটেনের এই কেন্দ্রীয় ব্যাংক বলছে, করোনা ভাইরাস মহামারি ব্রিটেনের অর্থনীতিকে রেকর্ড গভীরতম মন্দার দিকে ঠেলে দেবে। যা হতে পারে প্রায় ৩০০ বছরে সবচেয়ে বড় পতন।

ব্যাংক অব ইংল্যান্ডের হিসাব অনুযায়ী, ১৪ শতাংশ সংকুচিত হতে যাচ্ছে ব্রিটেনের অর্থনীতি। আর এটা জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বড় পতন। যা ১৯৪৯ সাল থেকে হিসেব রাখা হয়েছে।

আবার ব্যাংক অব ইংল্যান্ডের পরিসংখ্যান যদি ধরা হয়, তাহলে বেরিয়ে আসে ১৭০৬ সালের পর আর এত বড় পতন হয়নি ব্রিটেনের অর্থনীতিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ব্রিটেনে নাটকীয়ভাবে চাকরি ও আয় কমতে যাচ্ছে। নীতিনির্ধারকরা ব্যাংকে সুদের হার সর্বনিম্ন ০.১ শতাংশ করতে ভোট দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ০৭, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।