ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রোগীর পাশেই পড়ে আছে করোনা রোগীর মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মে ৭, ২০২০
রোগীর পাশেই পড়ে আছে করোনা রোগীর মৃতদেহ

ভারতের ‍মুম্বাইয়ের একটি হাসপাতালে যে ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানেই করোনা রোগীর মৃতদেহ ফেলে রাখা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দৃশ্যটি দেখা গেছে।

এ নিয়ে চলছে সমালোচনার ঝড়।   

মোবাইল ফোনে তোলা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, করোনা রোগীদের চিকিৎসা চলছে।

তার মধ্যেই বিছারনার ওপর পলিথিন মুড়িয়ে ফেলে রাখা হয়েছে করোনা রোগীর মৃতদেহ। কমপক্ষে ৭টি মৃতদেহ ওয়ার্ডে পড়ে থাকতে দেখা গেছে। কিছু রোগীর পরিবারের সদস্যরা সেখানে ঘোরাফেরা করছেন।  

ভয়ঙ্কর ওই ভিডিও ক্লিপটি মুম্বাইয়ের সিওন হাসপাতালের। ওই হাসপাতালটি নিয়ন্ত্রণ করে স্থানীয় পৌরসভা।  

মহারাষ্ট্র সরকারের বিরোধী বিজেপির এক বিধায়ক নীতেশ রানে ওই ভয়ঙ্কর ভিডিওটি পোস্ট করে লেখেন: সিওন হাসপাতালে রোগীরা মৃতদেহের পাশেই ঘুমিয়ে আছেন!!! কী চূড়ান্ত গাফিলতির নিদর্শন ... এ কেমন প্রশাসন! খুব খুব লজ্জাজনক!!

সিওন হাসপাতালের ডিন প্রমোদ ইঙ্গালে জানান, করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের স্বজনরা সেই লাশ নিতে নারাজ। এ কারণেই মৃতদেহগুলি ওখানে ওভাবে ফেলে রাখা ছিল।

হাসপাতালের কর্মীরাও বলেছেন, ওই মৃতদেহগুলো পরিবারের সম্মতির অপেক্ষায় ফেলে রাখা হয়েছিল।

এদিকে মহারাষ্ট্রে ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোন ভাইরাসে আক্রান্ত মানুষের সন্ধান মিলেছে। সেখানে করোনা আক্রান্ত প্রায় ১৬,৮০০ জন। শুধু মুম্বইয়েই ওই রোগে ভুগছেন প্রায় ১০,৭১৪ জন মানুষ। বাণিজ্যনগরীতে ৪০০ এরও বেশি মানুষ মারা গেছে ওই রোগে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ০৭, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।