ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাসপাতাল ছেড়েছেন মনমোহন সিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ১২, ২০২০
হাসপাতাল ছেড়েছেন মনমোহন সিং

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। মঙ্গলবার (১২ মে) তিনি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে কংগ্রেসের প্রবীণ এই নেতাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১২ মে) দুপুরে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিনি হাসপাতাল ছেড়েছেন। এর আগে রোববার (১০ মে) রাত পৌনে ৯টার দিকে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এইমস) ভর্তি করা হয়।

জানা যায়, মনমোহন সিংকে কার্ডিও-থোরাসিক বিভাগে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নীতীশ নায়েকের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ১২, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।