স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
রয়টার্সের খবরে বলা হয়, ঈদের ছুটি ঘিরে ২৩ থেকে ২৭ মে পর্যন্ত ওই কারফিউ জারি থাকবে।
করোনার প্রকোপের মুখে এর আগেও বেশির ভাগ শহর-নগরে কারফিউ জারি করে সৌদি আরব। রমজানের শুরুতে তা কিছুটা শিথিল করা হয়। তবে যে সব এলাকায় করোনা সংক্রমণের হার বেশি সেগুলো পুরোপুরি বিচ্ছিন্ন ও লকডাউন অবস্থায় আছে।
সরকারি হিসেবে এখন পর্যন্ত সৌদি আরবে ৪২ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭০ জনের মতো মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মে ১৩, ২০২০
এইচজে