ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঈদে সৌদি আরবে থাকবে ৫ দিনের কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মে ১৩, ২০২০
ঈদে সৌদি আরবে থাকবে ৫ দিনের কারফিউ

করোনার পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ঈদুল ফিতরের ৫ দিনের ছুটিকালে কারফিউ জারির ঘোষণা দিয়েছে সৌদি আরব। 

স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।  

রয়টার্সের খবরে বলা হয়, ঈদের ছুটি ঘিরে ২৩ থেকে ২৭ মে পর্যন্ত ওই কারফিউ জারি থাকবে।

তার আগ পর্যন্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান এখনকার মতোই খোলা থাকবে। মানুষজনও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলাচল করতে পারবে। তবে মক্কা নগরীতে বরাবরের মতোই কারফিউ বলবৎ থাকবে।  

করোনার প্রকোপের মুখে এর আগেও বেশির ভাগ শহর-নগরে কারফিউ জারি করে সৌদি আরব। রমজানের শুরুতে তা কিছুটা শিথিল করা হয়। তবে যে সব এলাকায় করোনা সংক্রমণের হার বেশি সেগুলো পুরোপুরি বিচ্ছিন্ন ও লকডাউন অবস্থায় আছে।  
    
সরকারি হিসেবে এখন পর্যন্ত সৌদি আরবে ৪২ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭০ জনের মতো মারা গেছেন।  

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মে ১৩, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।