এবার এই প্রতিবাদে যোগ হয়েছে ভিন্ন আরেক মাত্রা। সম্প্রতি বেশ কিছু মার্কিন নাগরিক লকডাউনের প্রতিবাদে রকেট, লঞ্চার, বন্দুকসহ নানান অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়েন।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, ১১ জন ব্যক্তি ওই প্রতিবাদে অংশ নেন। তারা রাস্তায় নেমে পদযাত্রা করেন ও বিভিন্ন রেস্তোরায় ঢুকে খাবার খান।
অস্ত্র নিয়ে এভাবে প্রকাশ্য রাজপথে মহরা দেওয়ার কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে পড়ে মানুষ।
এভাবে রাস্তায় নামার সপক্ষে ওই ব্যক্তিরা জানিয়েছেন, এটা মূলত একসাথে হওয়া, আমেরিকান হিসেবে ঈশ্বর প্রদত্ত স্বাধীনতার প্রতি একাত্মতা জানাতেই আমরা পথে নামি। সতেজ বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে, সূর্যের আলো গায়ে মাখতেই আমরা পথ নেমেছিলাম। আমরা একটি শান্তিপূর্ণ দল। বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশই আমাদের চাওয়া।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ১৩, ২০২০
এইচজে