ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এপ্রিলে চাকরি হারিয়েছেন সাড়ে ১১ কোটি ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মে ১৩, ২০২০
এপ্রিলে চাকরি হারিয়েছেন সাড়ে ১১ কোটি ভারতীয়

চাকরি থেকে ছাঁটাই না করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অনুরোধ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেউ শোনেনি। ক্রমাগত ছাঁটাই চলছে।

ভারতের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানিয়েছে, শুধু এপ্রিল মাসেই ভারতে চাকরি হারিয়েছেন ১১.৪ কোটি মানুষ। বেকারত্বের হার বেড়ে হয়েছে ২৭.১ শতাংশ।

শিল্পোৎপাদন কমেছে ১৬.৭ শতাংশ।

করোনার প্রভাবে ২৫ মার্চ থেকে লকডাউন চলছে ভারতে। ধাপে ধাপে তা বৃদ্ধি করা হয়েছে। ১৮ মে থেকে যে চতুর্থ লকডাউন হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।  

জরিপে দেখা গেছে, মার্চ মাসেই কর্মরত ছিলেন ৩৯.৬ কোটি মানুষ, যেটা ছিল সর্বনিম্ন। কিন্তু তারপর এপ্রিলে চাকরি হারিয়েছেন ২৯ শতাংশ মানুষ। এখন চাকরি আছে ২৮.২ কোটি মানুষের।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ১৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।