ইতোমধ্যে বিজ্ঞানীরা জানিয়েছেন, মানব শরীরে ACE 2 প্রোটিন রয়েছে। যা করোনা সংক্রমণে সাহায্য করছে।
গবেষকরা বলেছেন, ভাইরাসের দু’রকমের স্পাইক রয়েছে, একটি এস১ অন্যটি এস২। গ্লাইকোপ্রোটিন সহজে মানব শরীরে প্রবেশে এটিকে সাহায্য করে। কিন্তু এই স্পাইকের সাহায্য প্রোটিনের সঙ্গে করোনা ভাইরাসের সংযোগের রাস্তা আরও কঠিন করে তুলবে এই দুই অ্যান্টিবডি।
তারা মনে করছেন মানুষের শরীরে করোনা মোকাবিলায় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ, এই অ্যান্টিবডিগুলোর সঙ্গে ভাইরাসের সংযোগ হলে এটি আর ACE 2–এর সঙ্গে সংযোগ তৈরি করতে পারবে না। বেঁচে যাবে মানব শরীর। চীনের গবেষকদের এই তত্ত্ব নতুন করে করোনা মোকাবিলায় এক রাস্তা দেখাতে পারে বলে মনে করছেন অনেকেই।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মে ১৫, ২০২০
টিএ