ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বছরের শেষে ভ্যাকসিন, খুলছে যুক্তরাষ্ট্রের জিম-বিচ-রেস্তোরাঁ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, মে ১৬, ২০২০
বছরের শেষে ভ্যাকসিন, খুলছে যুক্তরাষ্ট্রের জিম-বিচ-রেস্তোরাঁ

চলতি বছরের শেষের দিকে ১০ কোটি করোনার ভ্যাকসিন সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এ তথ্য জানান।

শুক্রবার (১৬ মে) ট্রাম্পের ভ্যাকসিন টিমের প্রধান, গ্লাস্কোস্মিথক্লিনস এর ভ্যাকসিন টিমের সাবেক প্রধান মনসেফ স্যালোওইর বক্তব্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি। এ খবর জানাচ্ছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।



মনসেফ স্যালোওই করোনার ভ্যাকসিনের প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়াল ডাটা পর্যবেক্ষণ করে বলেন, ২০২০ সালের শেষের দিকে প্রায় ১০ কোটি ভ্যাকসিন সরবরাহ সম্ভব।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনের সংবাদ সম্মেলনে মার্ক এসপার বলেন, আমেরিকার জনগণ ও আমাদের বিদেশি বন্ধুদের জন্য এই বছরের শেষের দিকে করোনার ভ্যাকসিন সরবরাহ করতে পারবো। এটা আমাদের জয়।

‘আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ের পরবর্তী ধাপে যাচ্ছি। আমরা তখন সবাই ছিলাম, এখন সবাই আছি এবং ভবিষ্যতেও সবাই থাকবো। আমরা ঠিক সময়েই ভ্যাকসিন সরবরাহ করবো। ’

তবে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প করোনার ভ্যাকসিন আসুক বা না আসুক দেশ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে ঘোষণা দিয়েছেন।

এরই মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে বিচ, জিম, রেস্তোরাঁ, সুপারশপ খোলার ঘোষণা দিয়েছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য। জিম ও রেস্টুরেন্ট খোলার ঘোষণা দিয়েছে ফ্লোরিডা। জিম, পুল এসব খোলার ঘোষণা দিয়েছে কয়েকটি রাজ্য। তবে দিয়েছে কিছু শর্ত। যেমন রেস্টুরেন্টে ঢোকানো যাবে ধারণক্ষমতার ৫০ শতাংশ কাস্টমার। সব দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আরকানসাস। খুলছে সেলুনও। সীমিত পরিসরে বিচও খুলে দিচ্ছে ফ্লোরিডা, নিউইয়র্ক।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত প্রায় ১৫ লাখ মানুষ। মারা গেছে ৮৬ হাজারেরও বেশি। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের এসব সিদ্ধান্ত দেশটিকে কোনদিকে ঠেলে দেয় সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মে ১৬, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।