ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: এক মাসে ব্রাজিলের দুই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, মে ১৬, ২০২০
করোনা: এক মাসে ব্রাজিলের দুই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

করোনা ইস্যুতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলসন তাইশ। এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি পদত্যাগ করলেন।

শুক্রবার (১৬ মে) এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

করোনা ভাইরাসের পিক টাইম চলছে ব্রাজিলে।

এই দুর্যোগপূর্ণ সময়ে তিনি পদত্যাগপত্র জমা দিলেন।

জানা যায়, প্রেসিডেন্ট বোলসোনারো জিম ও বিউটি পার্লার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তাইশের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। করোনা ভাইরাসকে ‘একটি সামান্য ভাইরাস’ বলে মহামারির শুরুর দিকেই বিতর্কিত হন বোলসোনারো। এর পরপরই দেশটিতে হু হু করে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এর আগে ১৬ এপ্রিল করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জেরে বরখাস্ত হন স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মেনদেতা। এরপরই দায়িত্ব নেন নেলসন তাইশ।

করোনা ভাইরাসের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারের বিরোধিতা করায় প্রেসিডেন্টের সঙ্গে মেনদেতার বিরোধ তুঙ্গে উঠেছিল। এবার নেলসন তাইশও ম্যালেরিয়ার ওই ওষুধ ব্যবহারে আপত্তি জানিয়ে পদত্যাগ করলেন।

আক্রান্তের সংখ্যায় জার্মানি ও ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। দুই লাখ ছাড়িয়েছে দেশটিতে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ৮৪৪ জনের। মোট মৃত্যু ১৪ হাজার।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, মে ১৬, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।