শুক্রবার (১৫ মে) দিনগত রাতে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ওড়িশার ১২টি উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদনীপুরে হালকা, মাঝারি, কোথাও ভারী বর্ষণ হতে পারে। সঙ্গে উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যেতে পারে দমকা হাওয়া।
ভারতীয় আবহওয়া অফিস ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে।
বাংলাদেশের আবহাওয়া অফিসও নিম্নচাপের একই তথ্য দিয়েছে তাদের সবশেষ পূর্বাভাসে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, মে ১৬, ২০২০
এএ