ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় ২১ অভিবাসী শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, মে ১৬, ২০২০
ভারতে সড়ক দুর্ঘটনায় ২১ অভিবাসী শ্রমিক নিহত

লকডাউনের মধ্যে ভারতের উত্তর প্রদেশের অরাইয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই, হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ট্রাকটি রাজস্থান থেকে উত্তর প্রদেশে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।

দুদিন আগেও আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় মারা যান দেশটির ১৪ অভিবাসী শ্রমিক।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, মে ১৬, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।