প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ভারতে চতুর্থবারের মতো লকডাউনের সময়সীমা বাড়ানো হলো। এবারে দুই সপ্তাহ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। তবে দিনের বেলায় মানুষের চলাচল এবং অভ্যন্তরীণ রুটে বাস ও ব্যক্তিগত গাড়ি চলাচলে শিথিলতা রয়েছে। কিন্তু আগের মতোই মদের দোকান, বিমান ভ্রমণ, মেট্রো রেল, মল, জিম ও বড় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকছে।
ভারতীয় সরকারের তরফ থেকে জোর দিয়ে জানানো হয়েছে, ৬০ বছরের ওপরে ও ১০ বছরের নিচে শিশুদের দরজার বাইরে বের হওয়া ঠিক হবে না।
এর আগে গত সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা এক বৈঠক করেন।
যেখানে জানানো হয় করোনা সীমানা ঠিক করতে রাজ্যগুলো লাল, সবুজ ও কমলা রঙ ব্যবহার করবে।
ভারতে কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৯৬ জনের। যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ৪৪৯ জন।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১৭, ২০২০
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।