ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনের অনুমোদনক্রমে বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, মে ১৮, ২০২০
স্পেনের অনুমোদনক্রমে বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট

ঢাকা: বাংলাদেশে আটকে পড়া স্পেন প্রবাসীদের জন্য একটি বিশেষ ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে স্পেনের বাংলাদেশ দূতাবাস। তবে এই বিশেষ ফ্লাইটের জন্য স্পেন সরকারের অনুমতি নিতে হবে। 

স্পেন সরকারের অনুমোদনক্রমেই এই ফ্লাইটের ব্যবস্থা করা হবে। রোববার ( ১৭ মে) স্পেনের বাংলাদেশে দূতাবাস এ তথ্য  জানিয়েছে।

স্পেনের বাংলাদেশ দূতাবাসা জানায়, স্পেন প্রবাসী বাংলাদেশি নাগরিক বাংলাদেশ থেকে সেখানে ফিরে যাওয়ার জন্য বিশেষ ফ্লাইটের আবেদন করেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে দূতাবাস একটি বিশেষ ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে।  তবে এই  ফ্লাইটের ভাড়া যাত্রীকেই বহন করতে হবে।

দূতাবাস জানায়, লকডাউন চলাকালে বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটের জন্য স্পেন সরকার অনুমোদন দেবে কি-না সেটা এখনো চূড়ান্ত নয়। এ নিয়ে দূতাবাস কাজ করছে। অনুমোদন না দিয়ে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব হবে না। এছাড়া এটি একটি দীর্ঘ প্রক্রিয়াও বলে জানিয়েছে দূতাবাস।

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, মে ১৮, ২০২০
টিআর/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।