স্পেন সরকারের অনুমোদনক্রমেই এই ফ্লাইটের ব্যবস্থা করা হবে। রোববার ( ১৭ মে) স্পেনের বাংলাদেশে দূতাবাস এ তথ্য জানিয়েছে।
স্পেনের বাংলাদেশ দূতাবাসা জানায়, স্পেন প্রবাসী বাংলাদেশি নাগরিক বাংলাদেশ থেকে সেখানে ফিরে যাওয়ার জন্য বিশেষ ফ্লাইটের আবেদন করেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে দূতাবাস একটি বিশেষ ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। তবে এই ফ্লাইটের ভাড়া যাত্রীকেই বহন করতে হবে।
দূতাবাস জানায়, লকডাউন চলাকালে বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটের জন্য স্পেন সরকার অনুমোদন দেবে কি-না সেটা এখনো চূড়ান্ত নয়। এ নিয়ে দূতাবাস কাজ করছে। অনুমোদন না দিয়ে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব হবে না। এছাড়া এটি একটি দীর্ঘ প্রক্রিয়াও বলে জানিয়েছে দূতাবাস।
বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, মে ১৮, ২০২০
টিআর/ওএফবি