সোমবার (১৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ সোমবার থেকে ৩১ মে পর্যন্ত বাড়ানোর সরকারি ঘোষণার দিনেই সংক্রমণ এক লাফে অনেকটা বাড়লো।
শনাক্ত রোগীদের বেশিরভাগই মহারাষ্ট্রে, যা ৩৩ হাজারেরও বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪৭ জন। মহারাষ্ট্রের পরই গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লির অবস্থান।
ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার হার ৩৮ দশমিক ২৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৮২৪ জন।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২০
এফএম