ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে প্রাণ গেল ১২ জনের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মে ২১, ২০২০
আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে প্রাণ গেল ১২ জনের 

‘সুপার সাইক্লোন’ আম্পানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে ১২ জন প্রাণ হারিয়েছেন। বুধবার বিকেলের দিকে এ ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আঘাত হানতে শুরু করে। ১৮৫ কিলোমিটার বেগে বেশ কয়েক ঘণ্টার তাণ্ডবে সেখানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

এছাড়া রাজধানী কলকাতায় এ ঝড়ের গতিবেগ ছিল ১০০ কিলোমিটার।  

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ১ লাখ কোটি টাকা।

এটা করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর।  

তিনি বলেন, সর্বনাশ হয়ে গেছে। দুই ২৪ পরগনা পুরো ধ্বংস হয়ে গেছে।  

শুধু দুই ২৪ পরগনাই নয়, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পানের জের কতদিনে কাটিয়ে ওঠা যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন। কলকাতার বহু জায়গায় বিদ্যুৎ নেই। এছাড়া ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ২১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।