এছাড়া রাজধানী কলকাতায় এ ঝড়ের গতিবেগ ছিল ১০০ কিলোমিটার।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ১ লাখ কোটি টাকা।
তিনি বলেন, সর্বনাশ হয়ে গেছে। দুই ২৪ পরগনা পুরো ধ্বংস হয়ে গেছে।
শুধু দুই ২৪ পরগনাই নয়, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের জের কতদিনে কাটিয়ে ওঠা যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন। কলকাতার বহু জায়গায় বিদ্যুৎ নেই। এছাড়া ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ২১, ২০২০
নিউজ ডেস্ক