বুধবার দেশটির লা পাজ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় তিনি গ্রেপ্তার হলেন।
স্পেনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে কয়েকগুণ বেশি দামে ভেন্টিলেটরগুলো কেনা হয় বলে সরকার তথা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্ত চলছে। খবর ফিন্যান্সিয়াল টাইমস ও দ্য টেলিগ্রাফের।
খবরে বলা হয়, গত ৮ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন নাভাহাস। গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন মন্ত্রীর আইনজীবী রোজারিও কানেদো।
লা পাজ শহরের পুলিশ প্রধান কর্নেল ইভান রোজাস জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জন হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত অনুসারে, এখন পর্যন্ত বলিভিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার মানুষ। মারা গেছেন অন্তত ১৮৯ জন করোনা রোগী।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২১, ২০২০
নিউজ ডেস্ক