ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে ৪.৬ মাত্রায় ভূকম্পন অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, মে ২৯, ২০২০
দিল্লিতে ৪.৬ মাত্রায় ভূকম্পন অনুভূত

ভারতের রাজধানী দিল্লিতে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দিল্লিসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলো কেঁপে ওঠে।

শুক্রবার (২৯ মে) রাতে দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা মাঝারি হলেও কয়েক সেকেন্ড ধরে তা স্থায়ী হয়।

এতে ভয়ে লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসে। তবে এখনও কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দিল্লি থেকে লেখিকা রিমি মুৎসুদ্দি নিজের ফেসবুক ওয়ালে এ ভূমিকম্পের অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ। আমার বাড়ি রোহতক কেন্দ্রের কাছেই। আমরা সবচেয়ে বেশি অনুভব করলাম তাই। এখন ঠিক আছি। কিন্তু আফটার শক আবার আসবে কিনা জানি না। এই প্রথম দেওয়াল দুলতে দেখলাম। ফ্রিজের ভেতর বাসন পড়ে যাচ্ছে এমনভাবে শব্দ করে কেঁপে উঠল। এতটা বড় কখনো দেখিনি। ’

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শুক্রবার রাত ৯টা ৮ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের উৎপত্তিস্থল ছিল দিল্লি থেকে ৬৫ কিলোমিটার দূরে, হরিয়ানার রোহতকে। এনসিএস জানাচ্ছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৬।

অন্য দিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের জিয়োলজিক্যাল সার্ভে সূত্রে খবর, শুক্রবার রাতের ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫।

গত ২৫ মে উত্তরপূর্ব ভারতের মণিপুরে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দু'টি ভূমিকম্প হয়। প্রথমটির তীব্রতা ৫.৫ রিখটার স্কেল। মণিপুরের বিষ্ণুপুর জেলা থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল এর উৎ‌সস্থল। দ্বিতীয় কম্পন অবশ্য একদমই মৃদু ছিল। এর তীব্রতা ছিল ২.৬।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মে ২৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।